৩৭ বছরে এসেও হানিফ সংকেত ও তাঁর ইত্যাদি কত জনপ্রিয় তার প্রমাণ পাওয়া গেল আবারও। টিভিতে দেখা গেল বাঁধভাঙা জোয়ারের মতো দর্শক আসছেন অনুষ্ঠানস্থলে। একটি গাছ দেখে মনে হলো গাছের পাতাগুলো যেন মানুষ দিয়ে সাজানো। ইত্যাদির এ দীর্ঘ যাত্রায় দর্শকদের ভালোবাসা-ভালোলাগা-সমর্থন-সহযোগিতার কথা স্মরণ করে ইত্যাদি পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানালেন হানিফ সংকেত। অনুষ্ঠানের শুরুতেই ছিল ঠাকুরগাঁও জেলার ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান হিসেবে সাক্ষাৎকার গ্রহণ করা হয় রাজনীতিতে ক্লিন ইমেজের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত সজ্জন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। হানিফ সংকেত যে আসলেই একজন অত্যন্ত সচেতন এবং নির্দলীয় ব্যক্তি তাঁর এ সাক্ষাৎকারে সেই চিত্র ফুটে উঠেছে। শুরুতেই বলেছেন, সাক্ষাৎকারটি রাজনীতিমুক্ত। তাঁর এ ছোট অথচ বৈচিত্র্যময় ও উপভোগ্য সাক্ষাৎকারে উঠে এসেছে ফখরুল ইসলাম আলমগীরের সংস্কৃতিপ্রীতি, তাঁর অভিনয়, নির্দেশনা, আবৃত্তিসহ নানান বিষয়। এ সাক্ষাৎকারের মাধ্যমে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সততাই হচ্ছে একজন জনপ্রতিনিধির প্রধান গুণ। তিনি ইত্যাদি এবং হানিফ সংকেতের ভূয়সী প্রশংসা করে বলেন, ইত্যাদি তাঁর অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। শুধু বাড়িতেই নয় জেলখানায় থাকা অবস্থায়ও সবাই মিলে এ অনুষ্ঠানটি দেখতেন। রাজনীতিমুক্ত এ চমৎকার সাক্ষাৎকারটি নেওয়ার জন্য হানিফ সংকেতকে ধন্যবাদ জানাতেই হয়। শতাধিক নৃত্যশিল্পীর নৃত্য আর গানে ঠাকুরগাঁওয়ের পরিচিতি উঠে এসেছে। মূল গান গেয়েছেন শিল্পী রবি চৌধুরী ও লিজা। লিটন অধিকারী রিন্টুর কথা ও কিশোর দাসের সুরে গানটি ছিল উপভোগ্য। অনুষ্ঠানে প্রদর্শিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের স্লোগান ছিল ‘অস্তিত্বের সন্ধানে, শিকড়ের টানে-লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর’। জাদুঘরের প্রতিষ্ঠাতা জানালেন, ইত্যাদিতে প্রচারের পর সেখানে দর্শনার্থীর ভিড় বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। শুধু তাই নয়, টাঙ্গুয়ার হাওর পেরিয়ে ২০১৮ সালে টেকেরঘাটে একটি ইত্যাদি করা হয়। তখন সেখানে যোগাযোগব্যবস্থা ভালো ছিল না। কিন্তু ইত্যাদি প্রচারের পর টাঙ্গুয়ার হাওর এবং টেকেরঘাট একটি দর্শনীয় স্থানে পরিণত হয়। আর সেজন্যই এখানে গড়ে উঠেছে সুদৃশ্য হাউসবোট। শুধু তাই নয়, মধ্য সাগরে এক অভিনব ভাসমান দোকানও দেখানো হয় এবারের ইত্যাদিতে। গাইবান্ধার প্রবীণদের সংগঠন ‘বেলা শেষের যাত্রী’র সদস্যদের সঙ্গে হানিফ সংকেতের আলোচনা ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। প্রবীণ সদস্যরা বললেন, এখন অবসরে ইত্যাদিই তাদের প্রিয় অনুষ্ঠান। সবশেষে মানসিকভাবে অসুস্থ ও দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসা টেকনাফের সাবরাং ইউনিয়নের পল্লী চিকিৎসক ঝন্টু বড়ুয়ার ওপর নির্মিত প্রতিবেদনটি ছিল মর্মস্পর্শী। ইত্যাদির মাধ্যমে কেয়া কসমেটিকসের পক্ষ থেকে এ পল্লী চিকিৎসকের এ শুভ উদ্যোগ আরও এগিয়ে নেওয়ায় সহায়তা করার জন্য ২ লাখ টাকাও প্রদান করা হয়। এবারের ইত্যাদিতে ছিল ডজনখানেক বিদ্রুপাত্মক সময়োপযোগী নাট্যাংশ। ভালো লেগেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বাসিন্দা জুয়েলের অরেঞ্জ ভ্যালির হলুদ বর্ণের মাল্টা ও কমলার চাষ। তবে এবারের ইত্যাদি আগে থেকেই আলোচিত ছিল বলে টিভিতে দেখার পর লেখার জন্য আবারও ইউটিউবেও দেখেছি। একটা বিষয়ে খটকা লাগল- ভারতীয় একটি চ্যানেলের বাংলাদেশবিদ্বেষী নিন্দিত ও ঘৃণিত এক সাংবাদিকের সাক্ষাৎকার দেখলাম ইত্যাদির ইউটিউবে। কিন্তু বিটিভিতে সেই সাক্ষাৎকারটি ছিল না। এর কারণ কী ঠিক বুঝলাম না। বিটিভিতে কি এখনো ভারতীয় সংস্কৃতি লালনের প্রেতাত্মা রয়েছে? নাকি নব্য প্রিভিউ কমিটির কাঁচির শিকার হয়েছে? নইলে এত সূক্ষ্ম এবং নান্দনিক সময়োপযোগী স্যাটায়ারমূলক নাট্যাংশটি কেন বিটিভিতে প্রচার হলো না সেই প্রশ্ন থেকেই যায়। অথচ ইত্যাদির নাট্যাংশটিই সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। পরিশেষে একটি চমৎকার ইত্যাদি উপহার দেওয়ার জন্য হানিফ সংকেত ও ইত্যাদির টিমকে অভিনন্দন।
শিরোনাম
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
- সীমানা পেরিয়ে হামলা চালাল পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন
৩৭ বছরেও দর্শক পছন্দের শীর্ষে ইত্যাদি
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর