আবারও স্বমহিমায় মমতাশঙ্কর। উদিত নারায়ণের চুমু কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর প্রশ্ন, ‘এসব কী হচ্ছে? একসঙ্গে সবার মাথা খারাপ হয়ে গেল নাকি! হাসব না কাঁদব বুঝতে পারছি না।’ আক্ষেপ করেছেন এই বলে, ‘বেডরুম আর রাস্তাঘাট একাকার হয়ে গেল।’ উদিত নারায়ণ তাঁর ঠোঁট রাখেন তরুণীর ঠোঁটে। শুনে বাকিদের মতো মমতাশঙ্করও প্রথমে বিশ্বাস করতে চাননি। শেষে জানিয়েছেন, কোথাও একটা সংযম, সীমারেখা থাকা দরকার। সেসব যদি মুছে যেতে থাকে, তা হলে এ রকমই কিছু ঘটে। এ প্রসঙ্গে তিনি উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়েছেন। উত্তমকুমার প্রসঙ্গে তাঁর দাবি, তিনি প্রকাশ্যে কখনো কাউকে অসম্মানিত করেননি। প্রত্যেককে তাঁর প্রাপ্য মর্যাদা দিয়েছেন।