পরীমণি দীর্ঘ বিরতি ভেঙে অভিনয় শুরু করেছিলেন ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে। বহুল প্রতীক্ষিত সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এবার মুক্তির জন্য প্রহর গুনছে পরীর এই সিনেমা। ‘ডোডোর গল্প’তে ঢাকাই চিত্রনায়িকা পরীমণির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সাইমন সাদিক। এক বছর ধরে নানা চড়াই-উতরাই পার করে অভিনয় করেছেন পরীমণি। দারুণ উপভোগ করেছেন শুটিংয়ের সময়টা। ছবির শুটিং শেষ হওয়ার এই খুশির খবরটি এক ভিডিও বার্তায় জানিয়েছেন পরী নিজেই। ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওতে পরীকে বলতে শোনা যায়, ‘অবশেষে ১৬ মাস পর আমাদের ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ হয়েছে। আমরা সবাই খুশি। এখন বাড়ি যাব’। পরী আরও জানান, গল্পের কারণে মাঝে শুটিংয়ে কিছুটা বিরতি হয়। তবে কাজটি ভালোভাবে যত্ন নিয়ে করায় তিনি বেশ উচ্ছ্বসিত।