জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। কনসার্ট চলাকালীন নারীভক্তের গালে ও ঠোঁটে চুমু খেয়ে নিন্দার পাত্র হয়েছেন ৭০ বছরের এ গায়ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে এখন ‘ছি ছি’ করছেন নেটিজেনরা; গায়কের এমন উদ্ভট আচরণে হতাশ সবাই। এবার এসব বিতর্কের জবাব দিলেন এ বলি গায়ক। এ ঘটনায় তিনি মোটেও অনুতপ্ত নন। বরং বললেন, এসব নাকি শ্রোতাদের খুশি করার জন্য করেন তিনি; আর বিতর্কে জড়ানো প্রসঙ্গের জবাব দিলেন- এতে নাকি তাঁরই জনপ্রিয়তা বেড়েছে! উদিতের কথায়- ‘এই ঘটনা নতুন নয়। এর আগেও এরকম হয়েছে। নারীভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে।’ উদিত আরও বলেন, ‘বিষয়টি অযথা কুৎসিতভাবে দেখানোর চেষ্টা চলছে। আমাদের হাতের পাতায় এভাবে কত ভক্ত চুম্বন করেন। আমরাও করে থাকি। গালেও চুম্বন করা হয়। ঠোঁটে চুমু খাওয়া মানেই কিন্তু খারাপ নয়। এতে কোনো পাপ নেই। উল্টো আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।’