শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তার মেয়ে রোদেলাও গানের ভুবনে পথচলা শুরু করেছেন। তিনি গেল বছর গেয়েছিলেন ‘রাজকুমার’ শিরোনামের একটি গান। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। গানটি প্রকাশের পর বেশ প্রশংসিত হয়। রোদেলার সেই ‘রাজকুমার’ এবার গাইলেন তার মা ন্যান্সি । বিষয়টি তিনি বেশ উপভোগও করেছেন। গত রবিবার প্র্যাকটিস সেশন থেকে ফেসবুক লাইভে এসে রোদেলার গাওয়া রাজকুমার গেয়ে শোনান ন্যান্সি। গান শুরুর আগে তিনি বলেন, ‘গত ডিসেম্বরে আমার বড় কন্যা রোদেলার রাজকুমার গানটি প্রকাশ পায়। গানটি শোনার পর এখন কাভার করার চেষ্টা করছি। স্টুডিওতে প্র্যাকটিস করছি। চেষ্টা করছি, আমি গাইলেও যেন গানটি সবার ভালো লাগে। মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্যরকম এবং মজার।’