ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমণি। সোমবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জামিন পাওয়ার পর পরী বলেন, ‘আইনের ওপর বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকেই আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন, তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল, সেটা ঘুচে গেছে।’ তিনি আরও বলেন, ‘আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এ বিশ্বাসটা আমি শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি, আমি ন্যায়বিচার পাব, আপনারা আমার সঙ্গে থাকবেন। এ ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।’ উল্লেখ্য, গতকাল সকাল ১০টায় পরীমণি আদালতে এসে আত্মসমর্পণ করেন। সোয়া ১০টায় তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর বিচারক ১ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। আদালতে জামিনের রায় শুনে কেঁদে ফেলেন অভিনেত্রী। এদিকে রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।