একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক, প্রযোজক, পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল পাচ্ছেন আজীবন সম্মাননা। ৩০ জানুয়ারি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কর্তৃক ট্রাব আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হবেন তিনি। ১৯৭০ সালে উজ্জ্বল সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে আসেন। তিনি শতাধিক ছবিতে অভিনয় ও বেশ কিছু ছবি প্রযোজনা এবং পরিচালনা করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ইয়ে করে বিয়ে, নালিশ, নসিব, উসিলা, নিয়ত, নিজেকে হারিয়ে খুঁজি। তাঁর পরিচালিত চলচ্চিত্র হলো- শক্তি পরীক্ষা, তীব্র প্রতিবাদ ও পাপের শাস্তি। উজ্জ্বল ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিয়মিত নাটক করতেন ঢাকা টেলিভিশনে। একসময় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। উজ্জ্বল ফিল্মস লিমিটেড নামে তাঁর একটি প্রযোজনা সংস্থা রয়েছে।