দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বরাবরই ভিন্নধর্মী স্টাইলের উপস্থাপনা এবং বিজ্ঞাপনচিত্রে তাঁর গ্ল্যামারস উপস্থিতি সবাইকে মুগ্ধ করে। স্টেজ পারফরম্যান্সের পাশাপাশি তিনি গানেও বেশ পারদর্শী। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেস এই নায়িকাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তাঁর সঙ্গে সাম্প্রতিক কাজ ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন - পান্থ আফজাল
দীর্ঘ বিরতির পর আবারও জাজের ঘরে কেন?
ঘরের মেয়ে কি ঘরে ফিরে আসবে না! আমার সিনেমা ক্যারিয়ারের স্বপ্ন পূরণ হতো না, যদি জাজ আমার পাশে না থাকত।
সেটা কেমন?
২০১৫ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখাই। আর সেটা কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সুবাদেই। মানে জাজের কর্ণধার আবদুল আজিজের হাত ধরেই আমার এই নায়িকা হওয়া। এখন আমার সিনেমা ক্যারিয়ারে ১০ বছর হতে চলল। তবে আমার স্বপ্ন কোনো দিনও পূরণ হতো না, যদি এই লোকটা (আজিজ ভাই) পাশে না থাকত। অনেক কিছু বদলে গেছে আশপাশে; কিন্তু ওনার ভালো কাজ করার আকাক্সক্ষাটা একটুও কমেনি।
এই ফিরে আসাটা উদযাপন করছেন কীভাবে?
অবশ্যই চমক থাকছে। একটি ভিন্ন ধরনের সিনেমার গল্পে কাজ করছি। চরিত্রটিও ভিন্ন ধরনের। যেটি জাজের প্রযোজনায়। এটি রোজার ঈদের জন্য হবে।
নাম কি ‘জ্বীন-৩’?
আরে হ্যাঁ। জানেনই তো সব। তবে নাম কিন্তু ‘জ্বীন-৩ মা’, আগেরগুলোর সিক্যুয়াল। গল্প ও চিত্রনাট্য আবদুল আজিজ ভাইয়ের। নতুন গল্প। আগেরগুলোর থেকে একটু ডিফারেন্ট টাইপের। পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান। সামনের মাসের ১ তারিখ থেকে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে শুটিং হবে।
এটিতে আপনার চরিত্রটি কেমন? সঙ্গে আর কে কে থাকছেন?
আমার নামেই আমি অভিনয় করেছি। মানে ফারিয়া নামেই। তবে চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাই না। একটু চমক থাকুক। আর আমার সঙ্গে রয়েছেন সজল ভাই (আবদুন নূর সজল), তানিয়া আপু (তানিয়া আহমেদ) ছাড়াও চেনা অনেকেই।
তাহলে সজলের সঙ্গে প্রথমবার সিনেমায়?
হ্যাঁ, সেটা বলতে পারেন। আসলে প্রথমবার সব কিছুর মজাটাই অন্যরকম থাকে। সজল ভাই তো জোস! আশা করছি, সেরা কিছুই হবে।
ওপার বাংলার সিনেমার কী খবর?
কিছু কাজ তো করেছি। কিছু করার কথা চলছে। দেখা যাক।
নতুন গান কি আসছে?
প্রসেসিংয়ে আছে। এক বছর পর পর গান বের হয়। এবারও তাই হবে। বেশি কাজ করে তো লাভ নেই। ভালো কাজ না হলে আমিও তো কমফোর্টেবল অনুভব করব না। তাই দিন শেষে আমি কোয়ালিটি কাজই করতে চাই সব সময়।
নিজের গানের সঙ্গে স্টেজে ডান্স পারফরম্যান্স করছেন...
এটা তো নিয়মিতই করছি। স্টেজে ডান্স পারফরম্যান্স আমি খুবই ইনজয় করি।
উপস্থাপনা কি নিয়মিতই করবেন?
প্রথম থেকেই তো উপস্থাপনা করি। ভালো লাগে। তবে এখন বড় কোনো অনুষ্ঠান বা ভিন্ন রকমের রিয়েলিটি শো হলেই শুধু উপস্থাপনা করি। হোস্টিং তো এখনকার সময়ে অনেক চ্যালেঞ্জিং।