এবারের বিপিএলে টানা হারের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। বিপিএলের ইতিহাসে ২৫৪ রানের নতুন রেকর্ড গড়ে এবং পার্টনারশিপে দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা ক্যাপিটালস। দলটির মালিক ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এখন মুম্বাই অবস্থান করছেন। দলের জয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে টেলিফোনে বলেন, তিনি অনলাইনে খেলা দেখেছেন। তিনি বলেন, ‘দেশে থাকলে অবশ্যই মাঠে যেতাম।
মাঠে থেকে আমাদের প্লেয়ারদের সঙ্গে এ জয় সেলিব্রেট করতাম। শুরুতে ঢাকা ক্যাপিটালস যেমন খেলছিল শেষ দুই ম্যাচে প্লেয়ারদের পারফরম্যান্স পুরো রিভার্স।’ ‘ঢাকা ক্যাপিটালস যে জয় পেল, আমার বিশ্বাস এটি রেকর্ড হয়ে থাকবে। পাশাপাশি আগামীর ম্যাচগুলোতে সবার পারফরম্যান্স ও স্পিরিট অব্যাহত থাকলে ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হবে, এবার অনেক কিছু শিখলাম। হয়তো এ অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে।’