গত বছর তুফানের রমরমা সাফল্যের পর ‘দরদ’ ছবিটি নিয়েও আকাশছোঁয়া প্রত্যাশা ছিল নায়ক শাকিব খানের। কিন্তু পরে দেখা গেল সেই আশায় গুড়ে বালি। ছবিটি দর্শক গ্রহণযোগ্যতায় ব্যর্থ হলো। এখানেই শেষ নয়, বিপিএলে তিনি কিনলেন দল ‘ঢাকা ক্যাপিটালস’। কিন্তু এখানেও হতাশার সুর বেজে উঠল। পরপর চার ম্যাচেই ধরাশায়ী শাকিবের দল। আর বাকি আছে ৮টি ম্যাচ। যেখানে তাঁর দলকে ৬টিতেই জিততে হবে। এখন দেখার পালা কী হয়। জ্যোতিষশাস্ত্রে দুর্বল শাকিব খানকে নিয়ে জ্যোতিষীদের চলতি বছরের ভবিষ্যৎ বাণী হলো- মেষ রাশির শাকিব খান রাশিচক্রে ৯ সংখ্যার জাতক। অন্যদিকে চলতি বছরের সংখ্যার শেষ দুটি হলো ২৫। মানে ৭ সংখ্যা। জ্যোতিষশাস্ত্র মতে, ৯ আর ৭ হলো সাংঘর্ষিক। তাই শাকিবের জন্য চলতি বছর সাফল্যের পাল্লা একটু হালকাই থাকতে পারে। তবে একেবারেই হতাশ হওয়ার কিছু নেই জানিয়ে জ্যোতিষীরা বলেন, আলো-আঁধারে চলবে এ নায়কের বছরটি।