ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে এই ভার্সেটাইল অভিনেত্রীর সপ্রতিভ বিচরণ। মাঝে কিছু সময় বিরতি নিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন। তাঁর সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
কেমন আছেন? বাইরে মনে হচ্ছে?
জি, এখন পর্যন্ত ভালো আছি। হুমম, বাইরে এখন। গুলশান লেকের পাশের পার্কে হাঁটছি।
নতুন বছরে নতুনভাবে হাজির হলেন ‘বেসুরা’ নিয়ে। আপনার অভিমত কী?
তাই নাকি! তবে, অনেকেই ‘বেসুরা’র ট্রেলার দেখে ফোন করে তাদের ভালো লাগার কথা বলছে। এসব শুনে মনে হচ্ছে, আমাকে নিয়ে সবার এক ধরনের আগ্রহ রয়েছে। বেসুরার গল্প ও আমার চরিত্রটি নিয়ে ভালো লাগা আছে বলেই তো ফোন দিচ্ছে, সামাজিক মাধ্যমে লিখছে, বলছে, তাই না? এ বিষয়টি আমারও ভালো লাগছে। সবার ভালো লাগলে, আমারও ভালো লাগে।
‘বেসুরা’য় অভিনয়ের মাধ্যমে ওটিটিতে অভিষেক...
হ্যাঁ, সেটা বলা যায়। এখন তো ওটিটিতে অনেক ভালো কাজ হচ্ছে। যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং নির্মাতা, প্ল্যাটফরমটিও ভালো। সব মিলিয়ে কাজটা ভালো। তাই এটিতে যুক্ত হয়েছি।
শুটিং কি আল্পনা গ্রামে হয়েছে?
না, আল্পনা গ্রামে হয়নি। এটির শুটিং হয়েছে সীতাকুণ্ডের মিরসরাইয়ের একটি রিমোট এরিয়ায়। খুবই ভিতরের একটি প্রত্যন্ত গ্রামে। যেখানে শুটিং করাটা খুবই কষ্টকর ছিল।
এটিতে অভিনীত চরিত্র একটু অন্যরকম...
হ্যাঁ, একটু ডিফরেন্ট ক্যারেক্টার। আমাকে তো দেখেছেন। আমি এই গল্পের চরিত্রটির মতো নই। যেহেতু আমি এই চরিত্রটির মতো না, তাই চরিত্রটি প্রোট্রেট করতে একটু কষ্ট হয়েছে। আমিও চাই এ রকম ভিন্ন ভিন্ন চরিত্র করতে। যেন সুন্দরভাবে প্রোট্রেট করতে পারি কাজটি ভালো করার জন্য। সেক্ষেত্রে ক্যারেক্টারজেশন একটি ফ্যাক্ট। সবমিলিয়ে ভালো কিছুই করতে চাই।
আরও নতুন কোনো কাজ করেছেন?
দুই-তিনটা কাজ করেছি। কিছু বিজ্ঞাপনও করেছি। আসলে আগের মতো সারাক্ষণ শুটিং সম্ভব নয় এখন। আর চাইলেই তো সব চরিত্র করা যায় না। মাঝে মাঝে তো করাই যায়। ভালো গল্প, নির্মাতা ও চরিত্র হলে করছি।
সিনেমার সুখবর কবে পাব?
আপাতত সিনেমায় অভিনয়ের পরিকল্পনা নেই। তবে ওই ধরনের ভিন্নধর্মী ও ভালো কাজ হলে অবশ্যই করব। আগে অবশ্য সুযোগ কম থাকত এ ধরনের কাজের। এখন কিন্তু ভালো ও ভিন্নধর্মী কাজের সংখ্যাটা বেশি। তাই এখন করা যেতে পারে।
শিমু ভক্তরা আপনার অভিনয়কে মিস করেন...
সত্যিই তাই। আমার ফ্যান পেজের পোস্টের হাজার হাজার কমেন্টের মধ্যে বেশির ভাগ কমেন্টই থাকে, কেন আমি নিয়মিত কাজ করছি না! কমেন্টে তাঁরা আমাকে নিয়ে ভালো লাগা শেয়ার করেন। তবে আমি ধন্যবাদ দেব যে, তাঁরা কখনই আমাকে নিয়ে বাজে কমেন্ট করেন না।
নতুন বছরে প্রত্যাশা?
ভালো থাকবে সবাই-এটাই প্রত্যাশা। নিজের জন্য ভালো থাকবে। মানুষের জন্য ভালো থাকবে। আর আমিও সুস্থ থাকতে চাই। এ সময়ে সবারই মানসিক সুস্থতা জরুরি। মানসিকভাবে সুস্থ থাকলে ভালো পরিবেশ বজায় থাকবে।