‘রোগ আমার কেন হবে! জনকে তো স্পর্শ করে বিপাশা’, অমিতাভের এ মন্তব্য এখন হইচই বলিউডে। ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন বিপাশা বসু ও জন আব্রাহাম। তাঁদের প্রেম নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন অমিতাভ বচ্চনও। ‘জিসম’ ছবিতে দুই তারকার উষ্ণ রসায়ন ঝড় তুলেছিল সেই সময়ে। বাস্তবেও তারা তখন সম্পর্কে ছিলেন।
২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছিল বিপাশা ও জনের পেম। তাদের প্রেম নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন অমিতাভ বচ্চনও।
‘অ্যায়তবার’ ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছিলেন বিপাশা ও জন। তখনই জন-বিপাশাকে নিয়ে এক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন অমিতাভ। তিনি নিজেই বলেছিলেন, সেই সময় নাকি ‘কনজাংটিভাইটিস’-এ আক্রান্ত জন। সেই অসুখ নিয়েই তিনি শুটিং সেটে আসছেন। এ কথা শুনে চমকে যান সিমি।