স্বামী শরীফুল রাজের সঙ্গে পরীমণির ডিভোর্সের পর একমাত্র ছেলে পুণ্যই ছিল তার পৃথিবী। সেই থেকে ছেলেকে নিয়েই তার সংসার। পরে সেই দুনিয়ায় জায়গা করে নেয় ছোট্ট এক পরী। ছেলের পর পরীমণির ঘর আলোকিত করেছে ফুটফুটে একটি কন্যাসন্তান, যাকে দত্তক নিয়েছেন তিনি। নাম রেখেছেন প্রিয়ম। বর্তমানে দুই ছেলেমেয়েকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন পরীমণি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই আঁচ পাওয়া যায়। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছেলেমেয়ের ছবি ভিডিও শেয়ার করেন এই নায়িকা। ভক্তরাও ভীষণ পছন্দ করেন সেসব। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। যেখানে ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে তাকে। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘আমার ডানাদুটো, আমি তোদের নিয়ে এমনই শত শত আনন্দে এই এক জীবন উদযাপন করে যাব ইনশাল্লাহ। জীবন কী সুন্দর! শুকরিয়া খোদা।’