দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রতিনিয়ত তিনি ভিন্নধর্মী কাজ দিয়ে দর্শককে মুগ্ধ করছেন। স্টেজে তাঁর ধামাকা পারফরম্যান্স দিয়ে ভক্তদের বুঁদ করছেন। তাঁর সঙ্গে সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেন - পান্থ আফজাল
নতুন বছর নিয়ে নতুন কোনো পরিকল্পনা আছে কি?
আছে তো অনেক। তবে সেটা একটু একটু করে করতে চাই। এ বছর আমি আমার জীবনটা গোছাতে চাই। পড়াশোনার দিকে জোর দিতে চাই। এটাই এখন ম্যানডেটরি। আর অনেক অনেক ভালো কাজ করতে চাই। শরীর-মন যেন সুস্থ ও সুন্দর থাকে সেটাই চাওয়া। মোটকথা নতুন বছরে ভালোর প্রত্যাশাই করি।
কোনো সিনেমার কাজ কি শুরু করছেন?
এ মাসেই একটি সিনেমা শুরু করার কথা রয়েছে। তবে সেটার ঘোষণা প্রযোজনা সংস্থা থেকে দেবে। প্রস্তুতি নিচ্ছি। সব কিছু এক এক করে জানতে পারবেন।
মুক্তির অপেক্ষায় রয়েছে একটি সিনেমা...
হুমম... সেটা ‘ঠিকানা বাংলাদেশ’। আমার বিপরীতে আছেন আরিফিন শুভ। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত ছবিটির পরিচালক অনম বিশ্বাস। সেটা হয়তো তাড়াতাড়িই রিলিজ হবে।
রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন...
প্রথম থেকেই তো উপস্থাপনা করি। ভালো লাগে। তবে এখন বড় কোনো অনুষ্ঠান বা ভিন্ন রকমের রিয়েলিটি শো হলেই শুধু উপস্থাপনা করি। হোস্টিং তো এখনকার সময়ে অনেক চ্যালেঞ্জিং। কারণ প্রতিনিয়ত আপনাকে অডিয়েন্সের সঙ্গে কানেকটেড থাকতে হয়। না হলে অডিয়েন্স তো থাকবে না।
নিজের গানের সঙ্গে স্টেজে ডান্স পারফরম্যান্স করছেন। এ বছর কতটি শোতে অংশ নিয়েছেন?
এটা তো নিয়মিতই করছি। বাংলাদেশ এবং ওপার বাংলায় তো অনেক শো করি। আমি স্টেজে ডান্স পারফরম্যান্স খুবই ইনজয় করি।
নতুন গান কী আসছে?
গান! প্রসেসিংয়ে আছে। এক বছর পর পর গান বের হয়। এবারও তাই হবে। বেশি কাজ করে তো লাভ নেই। ভালো কাজ না হলে আমিও তো কমফোর্টেবল অনুভব করব না। তাই দিন শেষে আমি কোয়ালিটি কাজই করতে চাই সব সময়।
আপনার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়। এটাকে কীভাবে দেখেন?
এটিকে আমি খুবই সাধারণ ও সহজভাবে দেখি সর্বদা। আসলে ছোটবেলা থেকে যখনই কাজ করতাম একটা জিনিস মেনটেইন করতাম। আলোচনা-সমালোচনা, যাই হোক তা যেন আমার কাজ নিয়েই হয়। তবে মাঝে মাঝে এসব ভাবলে কষ্টও লাগে। আমি মনে করি, যেহেতু আমরা যারা পাবলিক ফিগার, তাদের নিয়ে তো আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে অতিরিক্ত কোনো কিছু নয়। এক্ষেত্রে প্রচুর ধৈর্য ও মানসিকভাবে শক্ত হতে হয়। সেই চেষ্টাটাই থাকে।
আপনার পাত্র খোঁজা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক তোড়জোড়...
কিছু দিন পরপর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন কাজ আর একটু পড়াশোনা করতে চাই। এর জন্য দোয়া করবেন প্লিজ। আসলে জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।
আপনাকে কী দিয়ে খুশি করানো সহজ?
আমাকে যদি পৃথিবীতে কেউ বলে এক দিনের জন্য তুমি যা খুশি তাই করতে পারবে, তাহলে নুসরাত বলতে চায় আমি খাব কিন্তু মোটা হব না। আমার খাবার ভীষণ পছন্দ। কিন্তু আমাকে কন্ট্রোল করে থাকতে হয়। আমার মধ্যে লোভ জিনিসটা একেবারেই কাজ করে না। আমার জন্য যেটা বরাদ্দ সেটা নিয়ে আমি থাকতে পছন্দ করি।
আপনার সাফল্য বাবা-মাকে কীভাবে প্রভাবিত করে?
আমার সাফল্য আমার বাবা-মা ভাইবোন খুব সাধারণভাবেই নিয়ে থাকেন। আমার বাবা-মা কিন্তু আমার সঙ্গেই থাকেন। তাই আমার বড় সাফল্য হলো আমি আমার নিজ বাড়িতে আমার বাবা-মাকে নিয়ে থাকছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য।