গত বছর ডিসেম্বরের ১৩ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। এবার সিনেমা হলে চলার পাশাপাশি ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দায় ‘৮৪০’ দেখবে দর্শক। আজ থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে সম্প্রচার করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এ সম্প্রচার। চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮টা ২০ মিনিটে ও পুনঃপ্রচারিত হবে পরবর্তী দিন দুপুর ১২টা ৫ মিনিটে। আরটিভিতে রাত ৮টায় ও পুনঃপ্রচার হবে পরবর্তী দিন সকাল ৮টায়। আর দীপ্ত টিভি অনএয়ার করবে রাত সাড়ে ১০টায় ও পুনঃপ্রচার করা হবে পর দিন দুপুর ১টা ৩০ মিনিটে। পাশাপাশি সিনেমা ভার্সন চলবে দেশের সিনেমা হলগুলোতে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা।