যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণা ছিল হঠাকারী, অবিবেচনাপ্রসূত। যেমন তিনি বরাবরই বিভিন্ন ক্ষেত্রে বলে ও করে থাকেন। ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাণিজ্যে তোলপাড় শুরু হয়েছিল। রূপ নিতে যাচ্ছিল বাণিজ্যযুদ্ধের। আশার বিষয় যে দ্রুতই চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এতে অনেকটাই আপাত স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিকারকসহ গোটা বিশ্বের বাণিজ্য অঙ্গনে। এর পেছনে তিনটি কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মার্কিন জনগণের তীব্র ক্ষোভ, ব্যবসায়ী ও মিত্রদের চাপ এবং বিভিন্ন দেশের পাল্টা পদক্ষেপে শুল্ক প্রশ্নে থমকে যেতে বাধ্য হয়েছেন ট্রাম্প। তাঁর দলের বড় বড় নেতারাই তাঁকে সিদ্ধান্ত বদলের জন্য চাপ দিচ্ছিলেন। পাশাপাশি এর ফলে জীবনমান হুমকির মুখে পড়বে বলে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেন সাধারণ মার্কিনিরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন শুল্কহার কার্যকরের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি পাঠিয়েছিলেন। বলা যায়, তাঁর অনুরোধ রেখেছেন ট্রাম্প। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট উল্লেখ করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন, ‘আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার বিষয়ে আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব।’ তবে স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহারে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ ক্ষেত্রে যৌক্তিকতা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া এই সাময়িক স্থগিতাদেশ রপ্তানিকারকদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে। কারণ, এতে অর্ডার বাতিল বা স্থগিত হওয়ার আশঙ্কা আপাতত কমবে। ব্যবসায়িক ও সরকারি পর্যায়ে কৌশলগত প্রস্তুতি গ্রহণের কিছু সময়ও পাওয়া গেল, যা ভবিষ্যতে সম্ভাব্য শুল্ক চাপ মোকাবিলায় সহায়ক হতে পারে। ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের আগেই স্থায়ীভাবে শুল্ক-সমস্যার যৌক্তিক সমাধানে পৌঁছানো প্রয়োজন। এটাই আশা দেশের রপ্তানিকারকসহ ব্যবসায়ী সমাজের।
শিরোনাম
- পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট
- বিনিয়োগ সম্মেলন নিয়ে আশিক চৌধুরীর পোস্ট, জানালেন পেছনের গল্প
- বসুন্ধরা সিটি শপিং মলে ৯ দিনব্যাপী বৈশাখী মেলা
- বিছানায় পড়ে থাকাই বিশ্রাম নয়; জেনে নিন সঠিক উপায়
- শিশুকে জাঙ্ক ফুড থেকে দুরে রাখতে রুচিশীল উপস্থাপনায় দিন স্বাস্থ্যকর খাবার
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
- পিএসএলে রিশাদ হোসেনের অভিষেক
- ‘সরকার যে অনির্বাচিত তা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে’
- চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর
- রেকর্ডের পর কমলো স্বর্ণের দাম
- উন্নত চিকিৎসার জন্য অভ্যুত্থানে আহত ৩১ জনকে পাঠানো হবে পাকিস্তান
- এনআইডি সার্ভারে অনুমতি ছাড়া তথ্য খুঁজলে কঠোর ব্যবস্থা
- কোহলির অন্য রকম ‘সেঞ্চুরি’
- জাইমা রহমানের নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ
- ‘সেন্টমার্টিন দ্বীপের পর্যটন নির্ভর জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ’
- যেভাবে ক্যানসার জয় করলেন শর্মিলা ঠাকুর, জানালেন মেয়ে সোহা
- শাস্তি আরও বাড়ল হৃদয়ের
- সল্ট-কোহলির ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়
- স্টুডিওতে বসে সমালোচনা করা খুব সহজ : শার্দূল
- দেশে বিনিয়োগ এলো ৩১০০ কোটি টাকা
শুল্কে আপাত স্বস্তি
স্থায়ী যৌক্তিক সমাধান কাম্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর