বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন (বিডব্লিউডব্লিউএ) গর্বের সঙ্গে ঘোষণা করছে ‘টেকসই পানি ব্যবস্থাপনা এক্সপো ২০২৫’। গুরুত্বপূর্ণ এই আয়োজনটি পানি নিরাপত্তা, বিশুদ্ধকরণ এবং টেকসই বিষয়ক বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় পানি খাতের মূল অংশীদার, উদ্ভাবক ও চিন্তাশীল নেতাদের একত্রিত করবে।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), হল-০৪ এ আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায় এবং আয়োজন চলবে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত।
প্রতিদিন সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০ পর্যন্ত। অনলাইনে নিবন্ধন করুন: https://bwwa.com.bd/visitor-registration/
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী পানি সংকট ও চ্যালেঞ্জ দিন দিন তীব্রতর হচ্ছে- অভাব ও দূষণ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে। এই প্রেক্ষাপটে আসন্ন এক্সপোটি সহযোগিতা, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পেশাজীবী, গবেষক, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ভবিষ্যৎ টেকসই পানি নিশ্চিত করতে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আমরা সম্মানের সঙ্গে ঘোষণা করছি, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ শাহজাহান মিয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান জনাব মাশরুর আরেফিন এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিসেস হাসিন জাহান।
অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জোবায়ের হাসান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর, ডিওআরপি এবং মিসেস ফয়জাহ মেহমুদ, ডিএমডি (টেক্সটাইল বিভাগ), আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে থাকবেন জনাব গোলাম আতাওয়ার দিদার, দ্বিতীয় টেকসই পানি ব্যবস্থাপনা এক্সপো-২০২৫ এর আহ্বায়ক এবং সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আনোয়ার হোসেন, সভাপতি, বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন।
আমাদের আয়োজনে থাকছে,
প্রযুক্তি প্রদর্শনী:
পানি ও বর্জ্য জল পরিশোধন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পুনর্ব্যবহার এবং সম্পদ-দক্ষ অবকাঠামোতে অত্যাধুনিক প্রযুক্তি এবং সমাধান অন্বেষণ।
বিনামূল্যে কারিগরি সেমিনার:
উদীয়মান প্রবণতা, উদ্ভাবনী অনুশীলন এবং কার্যকর পানি ব্যবস্থাপনার জন্য টেকসই কৌশল সম্পর্কে বিখ্যাত বিশেষজ্ঞ এবং সেক্টর নেতাদের কাছ থেকে অন্তর্দৃষ্টি অর্জন।
নিবন্ধন করুন: https://bwwa.com.bd/visitor-registration/
বেতনভিত্তিক কারিগরি প্রশিক্ষণ (সার্টিফিকেট কোর্স):
পানি ও পরিবেশ বিশেষজ্ঞদের নেতৃত্বে শিল্প-প্রত্যয়িত প্রশিক্ষণ সেশনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করুন। পেশাদার এবং তরুণ প্রকৌশলীদের জন্য আদর্শ।
বেতনভিত্তিক কারিগরি ভ্রমণ- ঢাকা এবং এর আশেপাশের অত্যাধুনিক পানি ব্যবস্থাপনা সুবিধা এবং প্রকল্পগুলির সঙ্গে সরাসরি অভিজ্ঞতা অর্জন করুন।
(সীমিত স্লট উপলব্ধ)
নিবন্ধন করুন: https://bwwa.com.bd/visitor-registration/
নেটওয়ার্কিং সুযোগ:
পরিবেশ সুরক্ষা, সিভিল ইঞ্জিনিয়ারিং, নগর পরিকল্পনা এবং জননীতি–এই গুরুত্বপূর্ণ খাতগুলোর পেশাজীবীদের সঙ্গে সংযোগ স্থাপন করে অংশীদারিত্ব ও সহযোগিতা গড়ে তুলুন। আপনার অংশগ্রহণ বাংলাদেশসহ সমগ্র অঞ্চলে টেকসই পানি ব্যবস্থাপনা অগ্রসর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এই অনুষ্ঠানটি শেখার, সহযোগিতা করার এবং উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক পানি ব্যবস্থাপনার পথে এগিয়ে যাওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করবে।
বিডি প্রতিদিন/আরাফাত