ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে আজাদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে জুলাই আন্দোলনের ছাত্র-জনতা।
বুধবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে এ কে আজাদ কর্তৃক আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তারা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।
ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ শেখের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য মেহেদী হাসান, সাইফ খান, ফারহান নাইব, তামজিদ সিওন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের সঙ্গে এ কে আজাদ যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তা জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্যের পরিপন্থী। অনতিবিলম্বে এ কে আজাদ ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার না করা হলে ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বিডি-প্রতিদিন/শআ