গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কড়াইবাড়ী সরকারি আশ্রয়ণ প্রকল্পে নির্মিত গুচ্ছগ্রামের ঘরবাড়ি লুটে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় কামারজানী বন্দরের তিনমাথা এলাকায় কমিউনিস্ট পার্টি কামারজানী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, কামারজানী শাখার সম্পাদক ও জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, কামারজানী শাখার নেতা আইয়ুব আলী, জাহাঙ্গীর আলম, ছায়দার আলী প্রমুখ।
বক্তারা অবিলম্বে গুচ্ছগ্রামের ঘরবাড়ি লুটের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান ও লুট করা ঘরবাড়ি উদ্ধারের দাবি জানান।
বিডি প্রতিদিন/নাজিম