ভাঙ্গায় মানববন্ধন ও মিছিল হয়েছে। অঙ্গীকার-৯২ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা পৌর সভার ভাঙ্গা বাজার সংলগ্ন ঈদগার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১টায় দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভাঙ্গা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন অঙ্গীকার-৯২ এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোড়ল, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বিটু মুন্সী প্রমুখ।
বক্তারা বলেন, কোনো অবস্থাতেই ভাঙ্গাকে খণ্ড করা যাবে না। ভাঙ্গার দুটি ইউনিয়নকে কোনো অবস্থাতেই ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২(নগরকান্দা-সালথা) আসনের সাথে নিতে দেওয়া হবে না।
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে হামিরদী ও আলগী ইউনিয়ন ভাঙ্গা পৌরসভার সীমানা ঘেঁষে। অতীতে ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন ছিলো। ২০০৮ সাল থেকে ভাঙ্গা উপজেলা ফরিদপুর-৪ আসনে একীভূত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন