কক্সবাজারে যুবলীগ নেতা বেন্টু দাশকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টায় শহরের বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ‘জুলাই আন্দোলনের সময় হামলার ঘটনায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।’
বেন্টু দাশ কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে যান। এরপর বেন্টুদাশকে পূজা পরিষদ থেকে অব্যাহতি দেয়া হয়। এর আগে শনিবার দুপুরে নির্বাচনের আগে বিলুপ্ত জেলা যুবলীগের কমিটির সভাপতি সোহেল আহমদ বাহাদুরকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম