নেশাজাতীয় দ্রব্যে সেবন করিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ ও সহায়তার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো-নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা বাবুল, আসাদ, সঞ্জয় দেবনাথ ও সালমা বেগম।
ওসি নাজমুল নিশাত বলেন, অটো চালক বাবুলকে কিশোরীর সাথে পূর্ব পরিচয় ছিলো। বাবুলের স্ত্রী বাসায় না থাকায় তাকে ধর্ষনের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী কিশোরীকে পানীয়ের সাথে নেশা জাতীয় দ্রব্যে সেবন করিয়ে দেয়। এতে কিশোরী অজ্ঞান হয়ে পড়লে বাবুলের বাসায় নেয়। সেখানে গ্রেপ্তার নারী সালমার সহায়তা বাবুল, সঞ্জয়, আসাদ ও শামীম পালাক্রমে ধর্ষন করেছে। এ ঘটনা মামলার করার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শামিম নামে অপরজন পালিয়ে গেছে।
ওসি বলেন, কিশোরীকে ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম