গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্র প্রদানের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুরে ঝালকাঠি শহরে বিক্ষোভ শেষে স্থানীয় ফায়ার সার্ভিস মোড় এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, এনসিপি সংগঠক মাইনুল আসলাম মান্না, ইসলামী আন্দেলনের জেলা সভাপতি আলমগীর হোসেন ও জামায়াতের নেতা আব্দুল হাইসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন বাংলাদেশের মানুষের দাবি। অন্তবর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে–সেটি আমাদের একমাত্র দাবি।’