পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত এসব মোবাইল প্রকৃত মালিককে ফেরত দেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
এ সময় পুলিশ সুপার ২টি হ্যাকড হওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করে তার মালিকদের ফিরিয়ে দেন।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানার হারানো মোবাইল সংক্রান্ত জিডিসমূহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে ২৫টি এনড্রয়েড ফোন এবং ২টি হ্যাকড হওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়।
তিনি আরও বলেন, জেলা পুলিশের এমন উদ্ধার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ