বগুড়ার পলাতক আওয়ামী লীগ নেতা ফ্যাসিস্টের দোসর জুলাই বিপ্লবে ছাত্র হত্যাকারী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে হিমাগারের নামে জমি আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকসহ জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে ওই মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, ভুক্তভোগী কৃষক মুকুল হোসেনসহ অন্যরা।
বক্তাগণ বগুড়ার শিবগঞ্জের আওয়ামীলীগ নেতা ১৫ মামলার পলাতক আসামি শাহজাহান চৌধুরীর মালিকানাধীন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়ার মুন্নি হিমাগারের নামে আত্মসাত করা জায়গা আগামী সাত দিনের মধ্যে উদ্ধারের দাবি জানান। অন্যথায় পলাতক শাহজাহান চৌধুরীর পেছনের শক্তি দাতাদের খুঁজে বের করে জনসন্মুখে বিচার করার হুঁশিয়ারি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ