যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক সেপ্টেম্বর অন যশোর রোড এর ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড স্মরণীয় করে রাখতে এই মনুমেন্ট উদ্বোধন করা হয় ।
গতকাল শুক্রবার বিকেলে শার্শা উপজেলায় ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও বেনপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে তাকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানসহ বিভিন্ন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন এবং স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক বিষয় নিয়ে খোঁজখবর নেন।
এ সময় বিভাগীয় কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, শার্শা ও বেনাপোল পোর্ট থানার ওসি কে এম রবিউল ইসলাম, মো. রাসেল মিয়া, স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সাধারণ সম্পাদক সহিদ আলীসহ শার্শা উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ