আসন্ন বর্ষা মৌসুমে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর প্রশাসক রাজিব কুমার সরকার। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা জলাবদ্ধতার প্রধান সমস্যা হিসেবে খাল, নদী দখল, দূষণ, অবৈধ স্থাপনা ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চিহ্নিত করে প্রতিকারে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ