কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে নীতিমালা প্রতিপালনে ব্যতয়ের অভিযোগে ১ জন হল সুপার ও ৩ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
জানা গেছে, এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ও অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ব্যতয় ঘটায় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার ও ১ জন কক্ষ পরিদর্শক এবং যশপুর সুফিয়া খাতুন মহিলা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ২ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রের পাশে কোচিং সেন্টার খোলা রাখায় ৩ জন খণ্ডকালীন শিক্ষককে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ