ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বাদ জুমা বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসসহ বিভিন্ন ইসলামিক সংগঠন খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সংগঠক মামুনুর রশীদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলী বাহিনী গণহত্যা চালালেও জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে। ফিলিস্তিনের বাসিন্দারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। তাদের খাদ্য নেই, বস্ত্র নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। সকল ধরনের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। তাই ফিলিস্তিনীদের জন্য গোটা বিশ্বের মুসলমানদের এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/এএ