৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাথায় কাপনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে পৌরসভার লাহারকান্দি এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দলোনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবৈধ নিয়োগ প্রাপ্ত ক্রাফট্ ইন্সট্রাক্টরদের পদোন্নতি হাইকোর্টের রিট বাতিল ও ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। বিক্ষোভ শেষে কোমরে রশি বেঁধে দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরকে মৃত হিসেবে তুলে ধরে প্রতীকি কর্মসূচি পালন করা হয়৷
বিডি প্রতিদিন/এএম