বাংলা বর্ষবরণকে ঘিরে চৈত্র সংক্রান্তিতে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাঙ্গন ঘুড়ি উৎসবে মেতে উঠে। রবিবার দুপুরে কলেজের জিএল মাঠে এর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজেরসাবেক উপাধ্যক্ষ ড. রেহেনা খাতুন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতিরসাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
এরপর কলেজ মাঠে শিক্ষার্থীসহ নগরীরস্থান থেকে ঘুড়ি নিয়ে আসা নানা বয়সী মানুষ উৎসবে যোগ দেন। কারমাইকেল কলেজের জিএল মাঠের আকাশ বিভিন্ন রংয়ের ঘুড়িতে সুশোভিত হয়। দীর্ঘদিন পর ঘুড়ি উড়াতে পেরে শৈশবের স্মৃতি রোমন্থন করেন উৎসবে অংশগ্রহণকারীরা। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখাসহ দেশীয় ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ঘুড়ি উৎসবের মত আয়োজন অব্যহত রাখার দাবী জানান তারা।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলা বর্ষবরণকে ঘিরে আমরা দু’দিনব্যাপী উৎসব পালন করছি। এর মধ্যে চৈত্র সংক্রান্তির দিনে আজ ছিল ঘুড়ি উৎসব। সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান হবে। কলেজের শিক্ষার্থীসহ আগত অংশগ্রহণকারীদের পদচারণায় আয়োজন উৎসব মুখর হয়েছে।
বিডি প্রতিদিন/এএম