কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার দক্ষিণে চকরিয়ার ইসলামনগরে চট্টগ্রামগামী দূরপাল্লার যাত্রীবাহী বাস ও দক্ষিণমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন সিএনজির যাত্রী। অপরজন সিএনজির চালক। এসময় সিএনজির ভেতরে থাকা একটি ছাগলও মারা গেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন লাশ উদ্ধার করে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল আমিন জানান, নিহতরা হলেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক পাড়ার মনোর আলমের পুত্র শহীদুল ইসলাম সোহেল। অপরজন একই এলাকার মাওলানা কামাল হোসেনের ছেলে মোহাম্মদ নুরুল্লাহ।
বিডি প্রতিদিন/এমআই