যশোরের চৌগাছায় নিজ ঘর থেকে রিক্তা বেগম (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) উপজেলার ঢেঁকিপোতা গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার হয়।
নিহত রিক্তা বেগম ঢেকিপোতা গ্রামের রোকন আলীর দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর থেকেই রোকন আলী, তার প্রথম স্ত্রী বিলকিস ও বিলকিসের ছেলে বরকত (২৩) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক রোকন আলী ৬ মাস আগে রিক্তা বেগমকে বিয়ে করেন। দুই স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকলেও প্রথম স্ত্রীর দ্বিতীয় সন্তান বরকত বাবার এ বিয়ে মেনে নিতে পারেনি। এ নিয়ে পরিবারে অশান্তি ছিল।
প্রতিবেশীরা জানান, বুধবার সকালে রোকন আলী মাঠে কাজ করতে যান। প্রথম স্ত্রীও সকালে মাংস কিনতে চৌগাছা শহরে যান। ঘটনার সময় তারা দুইজন বাড়িতে ছিলেন না। সকাল ১০টার দিকে প্রতিবেশীরা বরকতকে রক্তমাখা কাপড়ে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা রিক্তা বেগমের ঘরে গিয়ে দেখেন রিক্তা বেগমের রক্তমাখা মরদেহ মেঝেতে পড়ে আছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডের পর থেকেই রোকন আলী, তার প্রথম স্ত্রী ও ছেলে পলাতক রয়েছেন। তাদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/মুসা