লক্ষ্মীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আক্তার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান।
সভায় বক্তারা বলেন, "১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা শুধু একটি কালরাত্রি নয়, এটি বাংলার বীরত্ব ও সংগ্রামের ইতিহাসের এক করুণ অধ্যায়। এই দিনে আমরা হারানো প্রাণগুলোকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় একটি সুন্দর, উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি।"
বিডি প্রতিদিন/আশিক