বরিশাল নগরীতে দোকানে ক্রেতা সেজে জাল টাকা ব্যবহারের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার বিকালে নগরীর পুরান পাড়া মতাশার এলাকায় এ ঘটনা ঘটে। কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক আশরাফুল ইসলাম (৪৫) বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ওসি নাজমুল বলেন, আশরাফুল মতাশার এলাকার একজন নারীর দোকানে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে যায়। তখন নোটটি দেখে দোকানির সন্দেহ হলে তিনি স্থানীয়দের জানান। এ সময় স্থানীয়রা জাল নোটের বিষয়টি নিশ্চিত হয়ে আশরাফুলকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। তার কাছ থেকে ১৬টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেছেন যে, তিনি জাল নোটের ব্যবসার সাথে জড়িত। তার সাথে জড়িতদের চিহ্নিত ও তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও ওসি জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল