ময়মনসিংহের ভালুকা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভালুকা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির আলম।
দোয়া মাহফিলে ভালুকা প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। শেষে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।
বিডি প্রতিদিন/কেএ