দিনাজপুরে আন্তর্জাতিক জাতিগত বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিবসটি উদযাপনে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহায়তায় বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, "আজকের দিনে আমাদের শপথ হলো, আমরা যেন দলিত জনগোষ্ঠীকে মূলধারায় সংযুক্ত করতে পারি।"
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেএসকেএস-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, প্রকল্প সমন্বয়কারী (ডিওয়াইডি) মর্জিনা রুপা, সমাজসেবক মোশারফ হোসেন নান্নু ও হরিদেব বাশফোর দিলচান রবিদাস প্রমুখ। এছাড়া, হেলা সম্প্রদায় ও ডিওয়াইডি প্রকল্পের বিভিন্ন গ্রুপের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মোস্তফা কামাল বলেন, "ডিওয়াইডি প্রকল্পের মাধ্যমে দলিত যুব নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়নের জন্য কাজ করছি, যাতে তারা সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং দলিত জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় অনুঘটক হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি, দলিত যুব এবং তাদের সম্প্রদায়ের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সকল ধরনের বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখতে হবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ সংবিধান ও ২০১৮ সালের বৈষম্য বিলোপ আইন অনুযায়ী, দলিত যুবদের নেতৃত্বে সকলের জন্য বিকল্প জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা জরুরি। স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল ও জীবিকাসহ সকল প্রয়োজনীয় সরকারি সেবাগুলোতে দলিত যুবদের সমান প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে।"
বিডি প্রতিদিন/আশিক