মাগুরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও হাতবোমাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ রবিবার (১৬ মার্চ) ভোর রাতে এ অভিযান পরিচালিত হয়। মাগুরা আর্মি ক্যাম্প, ১৪ বীর এর এক লিখিত বিবৃত্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাগুরা জেলার সদর থানার ৬ নং ওয়ার্ডের পারনান্দয়ালী গ্রামের মো. মারুফ, লিখন এবং আশিকুর রহমান সকলের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে রবিবার রাত ৩টায় মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্প ১৪ বীর ঘটনাস্থলে অস্ত্র অভিযান পরিচালনা করে।
অভিযানে ২টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা বুলেট, ১টি এয়ার গান, ৬০ রাউন্ড এয়ার গান বুলেট, ১টি পুলিশের লুটকৃত টিয়ার শেল, ৮টি হাত বোমা, ২টি চাইনিজ চাপাতি, ৫টি দেশিয় ধারালো অস্ত্র, ৫টি মোবাইল, ১টি ল্যাপটপ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোট ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের পারনান্দুয়ালী গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. মারুফ (৩৫), পারনান্দুয়ালী গ্রামের সালাম হোসেনের ছেলে মো. লিখন (২৮), এবং পারনান্দুয়ালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মো. আশিকুর রহমান (৩০)। গ্রেফতারকৃতদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ