টাঙ্গাইলের মধুপুরে ‘পূর্ব শত্রুতার জেরে’ নিহত ইব্রাহিম খলিল (২৫) এর ‘খুনীদের’ দ্রুত গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও যুবদল।
উপজেলার বেরিবাইদ ইউনিয়নের দানকবান্ধা এলাকায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে গত রবিবারের সংঘর্ষের ঘটনায় আহত ইব্রাহিম খলিল (২২) নামের এক তরুণ মারা যায়।
এ ঘটনায় ইব্রাহিম খলিল (২৫) এর খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন প্রমুখ। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি মধুপুর থানা মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড আনারস চত্ত্বর হয়ে মধুপুর বিএনপির পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিডি প্রতিদিন/জামশেদ