ময়মনসিংহের ভালুকায় সরকারি বন বিভাগের জমিতে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বন বিভাগের অনুমতি ছাড়াই সেখানে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি হতে পারে।ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কানার মার্কেট সংলগ্ন বনের দাগ নম্বর ২৪২-এর জমিতে এই নির্মাণকাজ চলছে।
স্থানীয় বাসিন্দা আবদুল কাদের বলেন, এটা বন বিভাগের জমি। আগে এখানে অনেক গাছ ছিল, এখন ধীরে ধীরে কেটে ফেলা হচ্ছে। যদি কেউ ব্যক্তিগতভাবে দখল করে স্থাপনা বানায়, তাহলে বন ধ্বংস হয়ে যাবে।
তবে অভিযুক্ত আমির আলী মৃধার ছেলে নাঈমের দাবি, এই জমি আমাদের নামে রেকর্ড করা হয়েছে। আমরা বৈধভাবেই এখানে ঘর নির্মাণ করছি।
এ বিষয়ে ভালুকা রেঞ্জ অফিসার ইব্রাহিম সাজ্জাদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এটি যদি বন বিভাগের জমি হয়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে, দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিষয়টি নজরে এসেছে। যদি কেউ সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে, তাহলে তা উচ্ছেদ করা হবে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
বিডি প্রতিদিন/এএ