ফিলিস্তিনির গাজায় গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের সঙ্গে ফুঁসে উঠেছে নেত্রকোনাবাসীও। শহরজুড়ে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করে দোকানপাট বন্ধ রাখা হয়।
শহরের মোক্তারপাড়া জামে মসজিদ, ছোট বাজার শহীদ মিনার, বড়বাজার জামে মসজিদ, সরকারি কলেজ থেকে ভিন্ন ভিন্ন মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। একের পর এক মিছিল বের করায় এক পর্যায়ে প্রধান সড়কে গণ মিছিলে রূপান্তরিত হয়।
রিফাত রেদোয়ান জয় ও এনসিপির প্রীতম সোহাগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী তারেক হোসেনের নেতৃত্বে সরকারি কলেজ, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহীর নেতৃত্বে ইসলামি ছাত্র আন্দোলন, জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, ফার্মেসি এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানারে নানা স্লোগান দিতে দিতে পুরো শহর প্রদক্ষিণ করে।
এসময় বিভিন্ন দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারাও সহমত জানায়। এছাড়াও জেলার দশ উপজেলায় বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালিত হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা