দিনাজপুরের বিরল পৌর এলাকায় বিসিই ফ্রেন্ড সার্কেল এর উদ্যোগে এবারো ৫০০ রোজাদারের মাঝে ইফতারির প্যাকেট বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ভ্রাম্যমাণ অটো রিক্সা, কর্মজীবী, পথচারী, ভ্যান চালক ও যাত্রীদের মাঝে এই ইফতারি প্যাকেট বিতরণ ও সার্কেলের সকল বন্ধুরা মিলে (ফ্রেন্ড সার্কেল) একত্রে ইফতার করেন।
সংগঠনটির সভাপতি-এবি মাসুম ও সাধারণ সম্পাদক-জেড আই জহির এর নেতৃত্বে নতুনরূপে প্রথম আত্মপ্রকাশ ঘটে তুমিও পারবে-২০২৪ ক্যারিয়ার সেমিনারের মাধ্যমে।
ফ্রেন্ড সার্কেল এর সদস্যরা হলেন-এবি মাসুম, জেড আই জহির, জাকির (হোসেন সজল), রাশেদ খান মেনন, মেহেদুল ইসলাম, শফিকুল ইসলাম, মেহেদী হাসান সোহেল, রুবেল ইসলাম, কাওসার আলম সাগর, ফজলে রাব্বি, সোহেল রানা, আরমানুর রহমান সজল, রবিউল ইসলাম (শান্ত), মোঃ মোসাদ্দেক, ফয়সাল, মুক্তাদির, নূর আসাদ, রাজ, সাকিব (শ্রাবণ) প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল