লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা-গাঁজাসহ দেলোয়ার হোসেন মাইকেল ও পরান হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের ঘটনায় ২০টি মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে নতুন আরেকটি মামলা করে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করেছে।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার (৯ মার্চ) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহনা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
মাইকেল রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে ও পরান চরমোহনা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, মাইকেল ও পরান চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাইকেলের বিরুদ্ধে পূর্বের ১১ টি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি ও পরানের বিরুদ্ধে ৯ টি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে চরমোহনা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ মোল্লা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করেছেন।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহীদুল ইসলাম বলেন, আসামিদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ