লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এতে আরও উপস্থিত ছিলেন, অতরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, সেনাবাহিনীর লক্ষ্মীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর জিয়া উদ্দিন আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবাহ উল আলম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
এ সময় জেলা প্রশাসক রমজানকে ঘিরে যানজট নিরসন, ইদে হাট-বাজার গুলোতে আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা, জাটকা সংরক্ষণ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ