মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের মাগুরা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস ২৫০ শয্যা হাসপাতালের সামনে এ মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, জামায়াতের আমির এমবি বাকের, মাগুরা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক লাবনী জামান, ডাক্তার মাসুদুর রহমান, মাগুরা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক মালিহা মৌরিন মাহিন, শেষ বর্ষের ছাত্র নঈমুল হোসেনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা জানান, মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করছে। আমাদের অস্থায়ী ক্যাম্পাসে অনেক পুরাতন মেডিকেল কলেজের থেকে সুযোগ-সুবিধা বেশি। রাজশাহী মেডিকেলের অধীনে পরীক্ষা দিয়ে মাগুরা মেডিকেল কলেজ দুইবার প্রথম হয়েছে। অনেক মেডিকেল কলেজ আছে, যাদের স্থায়ী ক্যাম্পাসে যেতে ২০ থেকে ২৫ বছর সময় লেগেছে। সেখানে আমাদের কলেজের বয়স মাত্র ৭ বছর। আমরা সরকারের কাছে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানায়।
বক্তারা আরও বলেন, গত সাত বছর ধরে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস কোর্চ শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছে। ঠিক সেই সময় মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ষড়যন্ত্রকারিদের বলতে চাই, মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে মাগুরার সাধারণ জনতা। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই