বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জাল নোটসহ ১৪ মামলার আসামী মো. রাসেল মন্ডল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) রাতে দুঁপচাচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট দুই লাখ ৪৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতার রাসেল ওই এলাকার বনতেতুলিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, বিশেষ অভিযানে ৪৮৮টি জাল নোটসহ ১জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল মন্ডলের বিরুদ্ধে আদালতে ইতিপূর্বে ১৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার দিক থেকে বগুড়ায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন