খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কয়ারে আগুনে পুড়েছে অন্তত ১০ দোকান।
শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। প্রায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, রাত ৩ টার দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা এখনো সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন