কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আইন লঙ্ঘন করে অবৈধ ইটভাটা পরিচালনার কারণে এক্সেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ উঠায় ৫টি ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এতে পাঁচটি ইটভাটা উপজেলার কাশিপুর ইউনিয়নের এবং বড়ভিটা ইউনিয়নে অবস্থিত ও শিমুলবাড়ী ইউনিয়নে অবস্থিত ইটভাটা ভেঙে ফেলা হয়।
অভিযান সূত্রে জানা যায়, এ পাঁচটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছিল। এসকল ভাটা মালিকগণ নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলেন। এ কারণে জেলা ও পরিবেশ প্রশাসন অভিযান পরিচালনা করে ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়।এ সময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি বদরুজ্জামান রিশাদ, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রমুখ অংশ নেন। এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে এসব অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
অপরদিকে, পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারে গতকাল শুক্রবার বিকেলে বাজার মনিটরিং করা হয়।এ সময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সায়েকুল হাসান খান, বাজার কমিটির সদস্য আলমগীর হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান ও তাবেক খান মজলিস প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ