চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে দুই কোটি ৯৩ লাখা ৭৮ হাজার ২১৩ টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। জব্দ করা সোনার ওজন দুই কেজি ৪১১ গ্রাম। এসময় অবৈধভাবে সোনা বহনের দায়ে দু’জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ৬ বিজিবি সদর দপ্তরের সামনে ঢাকা-চুয়াডাঙ্গা রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে এদের আটক করা হয়।
আটকরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা জেলার দেবীদ্বার থানার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মো. নাজমুল হাসান জানান, গোপন সূত্রে খবর আসে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে অবৈধ স্বর্ণ পাচার করা হচ্ছে। এ খবরের ভিত্তিতে চুয়াডাঙ্গার ৬ বিজিবি সদর দপ্তরের সামনে তল্লাশী বসানো হয়। এ সময় বাসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া।
বিজিবি পরিচালক জানান, আটক আসামিদের নামে মামলা দায়ের করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। একই সাথে জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম