বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে নানার সাথে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নাতি নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নদীর পূর্ব চর কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু ফিহান (১০) মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের বাসিন্দা মাসুম হাওলাদারের ছেলে। সে নানা বাড়ি মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর গ্রামে থাকতো। ফিহান পূর্ব চর কুতুবপুর একে স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
পরিবারের বরাতে এলাকাবাসী জানান, ফিহান তার নানা মো. মিজান ভুইয়ার সাথে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানা ফিহান স্রোতের টানে ভেসে গিয়েছে। কিন্তু তাকে খুঁজে পায়নি। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে নদীতে তল্লাশী করে। এখনো ফিহানের কোন খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্রোতের টানে ফিহান ভেসে গিয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ